Cvoice24.com

আবারো ইউপিডিএফকর্মী খুনের অভিযোগ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৮, ১০ নভেম্বর ২০২৪
আবারো ইউপিডিএফকর্মী খুনের অভিযোগ

খাগড়াছড়ির পানছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক মিটন চাকমা নিহতের অভিযোগ তুলেছে সংগঠনটি। রবিবার (১০ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে ইউপিডিএফর মুখপাত্র নিরন চাকমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয় প্রতিপক্ষ জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় মিটন নিহত হয়েছে। 

তবে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন এ ধরণের কোনো তথ্য বিকেল ৫টা পর্যন্ত জানেন না বলে নিশ্চিত করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ অভিযোগ করে, জেলার পানছড়িতে সাংগঠনিক দায়িত্বে থাকার সময় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র হামলায় ইউপিডিএফ সংগঠক মিটন চাকমা নিহত হয়েছে। গত ৩০ অক্টোবরও পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ৩ ইউপিডিএফ কর্মী নিহত হয়।

নিহত মিটন চাকমা দীঘিনালা উপজেলার উদোলবাগান গ্রামের সুশান্ত চাকমার ছেলে। তিনি পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ছিলেন। দায়িত্বপালন শেষে ২০২২ সালের নভেম্বরে ইউপিডিএফে যোগ দেন।

এর আগে ৩০ অক্টোবর পানছড়ির লতিবান ইউনিয়নে ৩ ইউপিডিএফকর্মীকে গুলিতে হত্যা করা হয়। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: