পাহাড়ি-বাঙালিদের মাঝে বন্ধন সৃষ্টির আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
পাহাড়ি-বাঙালিদের মাঝে বন্ধন সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। তিনি বলেন, একবার স্বাধীনতা অর্জন করে আমরা তা হারিয়েছি। ২৪-এর গণঅভ্যুত্থানে আবার সেই স্বাধীনতা ফিরে পেয়েছি। এটা আমাদের ধরে রাখতে হবে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ১৮ বছর পর ওয়াদুদ ভূঁইয়ার নিজ এলাকা রামগড়ে এটিই বিএনপির বড় সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলে হাজার হাজার পাহাড়ি-বাঙালির অংশগ্রহণে বিএনপির এ সম্প্রীতি সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে।
ওয়াদুদ ভূঁইয়া আরো বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ট হয়ে ২৪-এর গণঅভ্যুথানে পুলিশ ও কিছু আমলা ছাড়া সবাই পরিবার পরিজন নিয়ে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। হাসিনা পুলিশ ও আমলা দিয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলো।
এসময়, বিএনপি ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতা থাকাকালীন উন্নয়ন ও পাহাড়ে সম্প্রীতির স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হন তিনি।
আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে খাগড়াছড়ি বিএনপির হাতকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা।
আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সভাপতি মাহবুব আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনসহ প্রমুখ।