Cvoice24.com

রামগড়ে প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ বৈদ্যুতিক পাখা চুরি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১১:৫৮, ১৩ নভেম্বর ২০২৪
রামগড়ে প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ বৈদ্যুতিক পাখা চুরি

খাগড়াছড়ির রামগড় উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০টি বৈদ্যুতিক পাখা চুরি করে নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার রামগড় ইউনিয়নের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চুরির ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজাতা জানান, সকালে বিদ্যালয়ে আসলে শিক্ষার্থীরা জানায় দ্বিতীয় তলার শ্রেণী কক্ষের দরজা খোলা। সঙ্গে সঙ্গে গিয়ে দেখি দরজার তালা ভেঙ্গে দুই রুমের ১০টি বৈদ্যুতিক পাখা নিয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ স্থানীয়দের জানিয়েছি।

রামগড় উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন, ‘চুরির বিষয়টি প্রধান শিক্ষক জানিয়েছে। দুস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘চুরির ঘটনা তিনি জেনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’ 

প্রসঙ্গত, এক সপ্তাহ আগে পাশ্ববর্তী রূপাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও তালা ভেঙ্গে চুরির চেষ্টা করে দুস্কৃতিকারীরা। তবে তাতে সফল হয়নি।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: