Cvoice24.com

দীঘিনালায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
জুম্ম জাতির অধিকার আদায়ে কাজ করছে ইউপিডিএফ 

দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৬:৩৪, ১৫ নভেম্বর ২০২৪
জুম্ম জাতির অধিকার আদায়ে কাজ করছে ইউপিডিএফ 

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ গণতান্ত্রিক) দীঘিনালা থানা শাখার উদ্যোগে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ উপলক্ষে দীঘিনালা হেডম্যান কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। 

পরে কেক কাটা হয়। এরপর সংগঠনের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি যতীন বিকাশ চাকমা সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক অমল চাকমা। 

স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা, বাঘাইছড়ি শাখার সংগঠক প্রত্যয় চাকমা, পার্বত্য জনসংহতি সমিতি (পিজেএসএস) দীঘিনালা থানা শাখার সাংগঠনিক সম্পাদক সমীর চাকমা, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, পিজেএসএস নেতা শান্তি লোচন দেওয়ান, ইউপিডিএফ গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সদস্য অসীপ চাকমা প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, পার্বত্য তিন জেলায় ১১টি জাতিসত্তারঅস্তিত্ব থাকলেও সুযোগ- সুবিধায় এখনো অবহেলিত, নির্যাতিত ও নিপীড়িত। ইউপিডিএফ গণতান্ত্রিক জুম্ম জাতির অধিকার আদায়ে কাজ করছে। তারা সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বৃহত্তর জুম্ম জাতিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এবং পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে ইউপিডিএফ গণতান্ত্রিকের পতাকা তলে আসার আহ্বান জানান।  

সর্বশেষ

পাঠকপ্রিয়

: