রামগড়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেপ্তার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে সুবেল ত্রিপুরা সজল (২৮) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি থেকে দেশীয় তৈরি একটি এলজি ও একটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুবেল ত্রিপুরা উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দুর্গম জরিচন্দ্র পাড়া গ্রামের বাসিন্দা ছবি চন্দ্র ত্রিপুরার ছেলে।
পুলিশ জানায়, একাধিক মামলার আসামি সুবেল ত্রিপুরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি পাহাড়ের সশস্ত্র সংগঠন ইউপিডিএফ মূলদলের চিহ্নিত চাঁদাবাজ। এক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, ‘দুর্ধর্ষ এই পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।