Cvoice24.com

রামগড়ে জামায়াতের সুধী সমাবেশ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

প্রকাশিত: ১৭:৫৮, ২৩ নভেম্বর ২০২৪
রামগড়ে জামায়াতের সুধী সমাবেশ

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বিশাল কর্মী ও সুধী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার শিল্পী কমিউনিটি হলে এ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগড় আমির মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যক্ষ মনিরুজ্জামান। তিনি বলেন, ‘আমাদের এই দেশটা নতুন করে স্বৈর সরকার হাসিনা থেকে আবার স্বাধীনতা পেয়েছে।  এ দেশ হিন্দু,মুসলিম, বৌদ্ধ,খ্রিস্টান সবার। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হলে জামায়াতের হাতকে শক্তিশালী করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার সব টাকা বিদেশে পাচার করে দেশের ব্যাংকগুলোকে ধ্বংস করে পালিয়ে গেছে, তারা এখনো সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। তাই আসুন আমরা সবাই এক সঙ্গে মিলেমিশে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।’ 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সৈয়দ মো. আবদুল মোমেন ও সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ। রামগড় উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির জেলা সভাপতি মাইন উদ্দিন, সাবেক উপজেলা আমির ডা. জামশেদ আলম, ছাত্রশিবির উপজেলা সভাপতি হাফেজ আবদুল মোমিন প্রমুখ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: