রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুরু
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে মাসব্যাপী ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকালের দিকে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টটি শুরু হয়।
জাতীয়তাবাদী ফোরাম রামগড় উপজেলার আয়োজনে টুর্নামেন্টিতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন সুদৃর হয়। তবে যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলে পাহাড়ে সম্প্রীতি আনা সম্ভব হবে।’
ওয়াদুদ ভূইয়া বলেন, ‘ঐতিহাসিক রামগড়ের এই মাঠটি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সূচিত হয়। মাঠটি দেশজুড়ে খেলাধুলার জন্য বিখ্যাত ছিল।’
অনুষ্ঠানের অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, সাধারণ সম্পাদক এনএম আফসার, উপজেলা সভাপতি ইব্রাহিম খলিল, পৌর সভাপতি জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় কবির হাট নোয়াখালী ক্লাব ১- ০ গোলে একতা সংসদ বল্টুরামতে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে। এতে ১৬টি দল অংশগ্রহণ করছে। প্রথম পর্ব লিগ পদ্ধতিতে এবং পরবর্তীতে সুপার এইট নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।