রামগড়ে তারুণ্যের উৎসবের র্যালি
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার রামগড়েও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টার দিকে র্যালিটি উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়। এরপর পৌরসভা কার্যালয় এলাকা প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে ফিরে আসে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভূইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে পৌরসভা সম্মেলন কক্ষে উৎসব উপলক্ষ্যে এক প্রস্তুতি সভায় ইউএনও বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫২ দিনব্যাপী তারুণ্যের উৎসব সারা দেশের ন্যায় রামগড়েও উদযাপন করা হবে। এতে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন এবং দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবেন।’
পাহাড় সব খবর