রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪

খাগড়াছড়ির রামগড়ে সারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল ঢাকা ও ফেনী চক্ষু হাসপাতালের যৌথ সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্প শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।’
এ সময় তিনি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে উপস্থিত রোগীদের খোঁজখবর নেন।
সারজা চ্যারিটি ইন্টারন্যাশনালের সিনিয়র অফিসার ইন্জিনিয়ার মো. খোরশেদ আলম জানান, পাহাড়ি দরিদ্র জনগোষ্ঠির চিকিৎসা সেবা হাতের নাগালে পৌঁছে দেয়ার লক্ষ্য হিসেবে এই ক্যাম্পেইনে চার শতাধিক রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হবে। একই সঙ্গে ৫০ জন রোগীর চোখের ছানি অপারেশন করা হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, রামগড় বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাহাড় সব খবর