দীঘিনালায় বাঁশরী ওয়াদুদ ফুটবলে রিপন স্মৃতি চ্যাম্পিয়ন
দীঘিনালা প্রতিনিধি, সিভয়েস২৪

খাগড়াছড়ির দীঘিনালায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকালে দীঘিনালা ক্রীড়া উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার পুরাতন হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মেরুং ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে বোয়ালখালী রিপন স্মৃতি সংসদ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি থেকে বিজয়ী ও রার্নারআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাহাড় সব খবর