Cvoice24.com

ফিলিস্তিনের সবুজ ভূমি পরিণত হয়েছে নরকে

আলমগীর মোহাম্মদ

প্রকাশিত: ১৯:৫৬, ২৫ মে ২০২১
ফিলিস্তিনের সবুজ ভূমি পরিণত হয়েছে নরকে

দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করছে ফিলিস্তিনের মানুষ। ইসরায়েলের একের পর এক আক্রমণে ফিলিস্তিনিদের সবুজ ভূমি পরিণত হয়েছে নরকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষের কাছে বক্তৃতা, সভা কিংবা সেমিনার প্রভৃতি কাজ অনেকটা অর্থহীন। তারা চায় সরাসরি তাদের দুঃখের অবসান। নুর হিন্দি ও নাজওয়ান দরবিশ’র কলমের কালিতে সেই কথা উঠে এসেছে। তাঁদের অনুদিত কবিতা সিভয়েসের পাঠকের জন্য তুলে ধরা হলো। অনুবাদ করেছেন আলমগীর মোহাম্মদ।

১.

তোমাদের শঠতাপূর্ণ বক্তৃতা বন্ধ করো, আমার মানুষ মরছে

মূল : নুর হিন্দি [নুর হিন্দি একজন ফিলিস্তিনি আমেরিকান কবি ও সাংবাদিক]

উপনিবেশিক লেখকেরা ফুলের কথা লিখে।
আমি তোমাদের বলছি ফিলিস্তিনের শিশুদের কথা
যারা ইসরায়েলের ট্যাংকে পাথর ছুঁড়ছে
ডেইজি ফুল ফোটার ঠিক কয়েক সেকেন্ড আগে।

আমি সেসব কবিদের অনুসরণ করতে চাই যারা চাঁদের খবর রাখে।
ফিলিস্তিনিরা জেলে থেকে চাঁদ দেখতে পায় না।
চাঁদ খুবই সুন্দর।
ফুলগুলো বেশ সুন্দর।

বিষন্নতা চেপে বসলে আমি আমার গত হওয়া বাবার জন্য ফুল তুলি।
তিনি সারাদিন আল জাজিরা দেখেন।

আমার ইচ্ছে জেসিকা আমাকে ‘শুভ রমজান’ লেখা বন্ধ করুক।
আমি জানি আমি আমেরিকান 
কারণ আমি যখন কোন স্থানে যাই সেখানে কিছুর মৃত্যু ঘটে,
মৃত্যু নিয়ে মেটাফোর কবিদের জন্য যারা মনে করে ভূত শব্দের খবর রাখে।

মৃত্যুর পর, আমি শপথ করছি তোমাকে চিরকাল তাড়িয়ে বেড়াব।
একদিন, আমি ফুল নিয়ে লিখব স্বাধীনতা নিয়ে।

২.

নরকে

মূল : নাজওয়ান দরবিশ [নাজওয়ান দরবিশ (১৯৭৮) তাঁর সময়ের অন্যতম কবি। তাঁর কবিতা প্রায় দশটি ভাষায় অনূদিত হয়েছে এ পর্যন্ত।]

ক. 

ঊনিশো ত্রিশ দশকে
নাজিরা এটা করেছিলো
ভুক্তভোগীদের গ্যাসের চুল্লীতে ছুঁড়ে ফেলতো
বর্তমানের জল্লাদেরা আরো পেশাদার
তারা গ্যাসের ট্যাংক ছুঁড়ে মারে
ভুক্তভোগীদের উপর।

খ.

হে নরক, ২০১০
হে নরক, হে দখলদার, তোমরা এবং তোমাদের সন্তানেরা
এবং পুরো মনুষ্য জাতি নরকে যাবে তোমাদের মতো হলে 
নৌকা, বিমান, ব্যাংক এবং বিলবোর্ডগুলো নরকে যাবে
আমি চিৎকার করে বলি, ‘হে নরক’
যখন ভালো করে জানতে পারি যে
আমিই একমাত্র 
নরকের বাসিন্দা।

গ.

সুতরাং আমাকে শুয়ে থাকতে দাও
এবং
নরকের বালিশে মাথা রেখে বিশ্রাম নিতে দাও।


অনুবাদ : আলমগীর মোহাম্মদ
শিক্ষক, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি,  কুমিল্লা।

সর্বশেষ

পাঠকপ্রিয়