চট্টগ্রামের মেলায় বাজিমাত দুই পুলিশ কর্মকর্তার বই
সিভয়েস প্রতিবেদক
চট্টগ্রামে এবারের একুশে বইমেলায় বিক্রি হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকার বই। গতবারের তুলনায় এবার কম হলেও মন্দ বলছেন না আয়োজকরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে ২১ দিনের এ মেলা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে শিশুদের বই।
এছাড়া একক ও নতুন বইয়ের মধ্যে এবছর সবচেয়ে বেশি বিক্রি হয়েছে অক্ষরবৃত্তের প্রকাশনায় দুই পুলিশ কর্মকর্তার লেখা ‘হ্যালো পুলিশ স্টেশন’ ও ‘বিউটিবোনে লাল পিঁপড়া’। একক বইয়ের হিসেবে ওসি মোহাম্মদ মহসীনের হ্যালো পুলিশ স্টেশন ২১ দিনে ৬ষ্ঠ মুদ্রণ কপি পর্যন্ত ছাপাতে হয়েছে প্রকাশককে। তার পাশাপাশি কবিতার বই, কথা সাহিত্য, ইতিহাস ও মুক্তিযুদ্ধের বইও বিক্রি হয়েছে।
এদিকে, ১৯ দিনব্যাপী বইমেলা চলার কথা থাকলেও শেষ মূহুর্তে এসে আরও দুইদিন সময় বাড়ানো হয়। ঢাকা চট্টগ্রাম মিলে ১২০টি প্রকাশনীর মধ্যে নতুন বই ছিল ৪৪২টি। বইমেলায় অংশ নেওয়া ১২০টি স্টলের মধ্যে সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে ৮টি প্রকাশনীর বই। তারমধ্যে রয়েছে প্রথমা, কথা প্রকাশনী, সাহিত্য বিচিত্রা, অক্ষরবৃত্ত, অন্যধারা, অন্য প্রকাশ, তাম্রলিপি ও গাজী প্রকাশনী।
এ বিষয়ে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক ও মেলা কমিটির যুগ্ম সচিব আলী প্রয়াস সিভয়েসকে বলেন, ‘এর আগের বছর সাড়ে ছয় কোটি টাকার বই বিক্রি হলেও এবার সাড়ে চার কোটি টাকার বই বিক্রি হয়েছে। তবে আগের বছর করোনা পরিস্থিতি ছিল না। কিন্তু এবার করোনার মধ্যেও এবং অনেকটা কম প্রচারের মধ্যেও যে এত টাকার বই বিক্রি হয়েছে সেটা ভালো বিষয়। অর্থাৎ এতো দ্বিধাদ্বন্ধের ভেতরেও যে এতটা বিক্রি হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। কোভিডের প্রভাব কাটিয়েও যে মানুষ বই কিনতে আসছে এটা আশার কথা।’
এ প্রসঙ্গে দুই বেস্ট সেলার বইয়ের লেখকের একজন চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘আমি অভিভূত।এই মেলাতেই হ্যালো পুলিশ স্টেশনের ৬ষ্ঠ মুদ্রণ প্রায় শেষ পর্যায়ে,এমন সাড়া কল্পনাও করিনি। পাঠকের এমন সাড়া আমাকে সামনে আরো ভাল কাজে উৎসাহ দিবে।’
‘বিউটিবোনে লাল পিঁপড়া’ বইয়ের লেখ জয়নুল টিটো বলেন, ‘প্রথমত আমি লেখক। দ্বিতীয়ত আমি পুলিশ অফিসার। আমার লেখালেখি অনেক আগে থেকে হলেও এই প্রথম আমার গল্পের বই বাজারে আনা হলো। চট্টগ্রামের মেলায় তৃতীয় সংস্করণ পর্যন্ত ছাপানো বই বিক্রি হয়েছে। পাঠকের ভালোবাসায় আমি অভিভূত কৃতজ্ঞ। তাদের উৎসাহে সামনেও এরকম গল্প আনার প্রেরণা যোগাবে।’