এস কে এম মোকাম্মেল সিয়ামের তিন কবিতা
সিভয়েস ডেস্ক

অভিলাষ
আমি ভাবি নিয়ত মহাকালের মতো
সতত প্রবহমান এক অবিরাম ঘূর্ণিছন্দ হয়ে
দ্বারে দ্বারে ঘুরে, ফিরবো প্রতিনিয়ত
তোমাদের আত্মার মন্দিরে।
উদাস দুপুরে হৃদয় অলক্ষ্যে
আমার ঝংকারে ভরা শব্দাবলি
হঠাৎ বেজে উঠে দাগ কেটে যাবে তোমাদের প্রাণে-
নদীর আচড়ে পড়া ডেউয়ের মতো।
ভ্রান্তিতে ভুলিয়ে মানুষের লোভাতুর মনে
জেগে থাকা কোন কূটকৌশলী নেতা
সুকৌশলে আমার একটি ছত্র টেনে আনবে
তার কথনে পরিপাটি।
প্রেয়সী তার প্রিয়তমকে বার্তা দেয়ার ছলে
লিখে দিবে ভালোবাসার সুভাসমাখা
আমার কবিতার একটি হৃদয় নিংড়ানো পংক্তি।
কবিতা পাগল কিশোরের লাইব্রেরির র্যাকে
চোখ ভাসানোর মাঝে হঠাতই চোখ আটকাবে
আমার কবিতার শিরোনামে-
তাঁর মনের গাঢ় অনুরাগের আলমিরায় হবে
আমার ছত্রাবলির স্থান।
. লয়হীন প্রলয়
মেঘের পালক ভাঁজের মাঝে
তোমার পরশ সুপ্ত রয়
তাইতো ভাসে শূন্য মাঝে
জলরাশি ভারী কি বিস্ময়!
তোমার মহিমা বুকের পরে
আকঁড়েছে এই শৈলদল
তাই কি এমন স্পর্ধা ভরে
শির উঁচু করে দেখায় বল?
তোমার সুরের দরাজ বানে
মাতাল এ ঢেউ সুখ বিভোর
সাগর ভাসায় সুরের টানে
পৃথিবীর প্রাণে প্রেম মধুর।
তোমার চোখের মধুর বারি
মিশিয়ে প্রাণ নীল অঙ্গনে
উড়ছে বিহগ শোভন সারি
মাতালো গগন কি নন্দনে!
তোমার জ্যোতির শোভা জড়ায়
তিমির রাত্রি তারার দল
মায়ার মোহন সুরভি ছড়ায়
ফোটালো অগুনিত পুষ্পানল।
তোমার গভীর মৌনতা নিয়ে
ভ্রমণ করছে এই সময়
অসীম ধারার শক্তি লয়ে
গড়েছে ক্ষণের রূপ বলয়।
আকাশ ভাসায় অনন্ত ভেলা
আঁছড়ে পড়েছে দিক বিহীন
তোমার অসীম মায়ার খেলা
কেড়েছে নয়ন অন্তহীন।
কবি
আমি রবীন্দ্রনাথ, বাকময় আমি দীপ্তিময় আমি ছন্দময়
সুরের ব্যাকরণে আমি অদ্ভুত সুন্দর আমি ভালোবাসাময়।
আমি নজরুল, বিদ্রোহী আমি 'ক্ষুধিত পাষাণ কারা'
প্রেমের আকাশে নিত্য প্রদীপ জ্বালি আমি মুক্ত বাঁধন হারা।
আমি শামসুর রাহমান, শব্দের ঝংকারে উদ্ভাসিত প্রিয় জন্মভূমি
চেতনায় লালিত স্বাধীনতা আমি ছন্দে নিত্য মাতৃচরণ চুমি।
আমি হুমায়ূন আজাদ, প্রেম বিহ্বল সুন্দর শানিত শব্দের পংক্তি
প্রেম ভালোবাসায় কাতর আমি নিজ স্পর্ধা করি ভক্তি।
আমি সুনীল আমি বর্ণিল আমি কাব্যরসে আত্মদীপ্ত আশা
প্রেমের চাদরে আপাদমস্তক জড়ানো আমি নীরার ভালোবাসা।
আমি রুদ্র মুহম্মদ, কাব্য ভাষায় ছড়ায় স্বৈরাচার বিরোধী দ্যুতি
সুশোভিত ছন্দে মোড়ানো আমি আকাশের ঠিকানায় চিঠি।
আমি ফররুখ, পাঞ্জেরি আমি করি না কাউকে ডর
বেহুশ জীর্ণ-জরা টেনে তুলি আমি মরুতে জাগায় ঝড়।
আমি আল মাহমুদ, মেটো পথ আমি তিতাস নদীর তীর
কালের কলস সোনালি কাবিন আমি আত্মসুখের নীড়।