নানজিবা নাওয়ারের একক চিত্র ও কারুকলা প্রদর্শনী
সিভয়েস২৪ প্রতিবেদক
সূর্য অস্ত গিয়ে সন্ধ্যা নেমেছে পৃথিবীর বুকে। ভরা পূর্ণিমা রাতে টলমলে জলে ভেসে থাকা নৌকা, নীল সমুদ্রতীরে ঝিনুকের মেলা, কোথাও হৃদয় ভাঙ্গা ইচ্ছেরা মারছে উঁকিঝুঁকি, কোথাওবা কয়েক জোড়া চোখের অব্যক্ত কথা। রং তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলা এমনই সব চমৎকার রূপ দেখা যাবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে।
তরুণ শিল্পী নানজিবা নাওয়ারের আঁকা এমন ৮০টি চিত্র ও কারুকলা স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে। এটি শিল্পীর দ্বিতীয় একক প্রদর্শনী। ২ দিনব্যাপী এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে মানবজনম, মানবতা আর চলমান জীবনের নানা গল্প।
শুক্রবার (১৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এ প্রদর্শনী আজ শনিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
চিত্রশিল্পী হিসেবে ২০০৯ সাল থেকে নানজিবা নাওয়ার নিজের ভেতর শিল্পসত্তাকে খুঁজতে শুরু করেন। এবছর তিনি চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও এই তরুণ শিল্পীর আরেকটি পরিচয় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আবদুল্লাহ আবু সাঈদ ও ডা. রুমনা রশিদের মেয়ে।
নানজিবা নাওয়ারের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটের সাবেক অধ্যাপক কে এম আব্দুল কাইয়ুম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর জেলা সাংস্কৃতিক কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন সিকদার, মাসিক চাটগাঁ ডাইজেস্টের সম্পাদক সিরাজুল করিম মানিক ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. এম এ ফয়েজ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর জয়নাব বেগম।
এর আগে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারিতে দুইদিনব্যাপী নানজিবা নাওয়ারের প্রথম একক চিত্র ও কারুকলা প্রদর্শনী হয়।