Cvoice24.com

গাজীপুর সিটি নির্বাচন: আপিল করবেন আ.লীগ প্রার্থীও

প্রকাশিত: ১৫:০০, ৭ মে ২০১৮
গাজীপুর সিটি নির্বাচন: আপিল করবেন আ.লীগ প্রার্থীও

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত হওয়ায় হাইকোর্টের বিরুদ্ধে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের আপিলের পর এবার আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলমও আপিল করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতির কক্ষের সামনে আজ সোমবার (৭ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

এ সময় জাহাঙ্গীর আলম বলেন, আমি নিজেও চাই চলমান প্রক্রিয়ায় গাজীপুর সিটি নির্বাচন হোক। তাই হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আমিও আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে দুপুরে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদনের অনুমতির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করার অনুমতি পাওয়ার পর আপিল করেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার।
 
প্রসঙ্গত, গতকাল রোববার সীমানা সংক্রান্ত জটিলতায় গাজীপুর সিটি নির্বাচন তিন মাসের জন্য স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে সাভারের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ছয়টি মৌজাকে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা গেজেট এবং গাজীপুর সিটি নির্বাচন সংক্রান্ত তফসিল কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়।

সিভয়েস/আরসি/এমইউ
 

98

সর্বশেষ

পাঠকপ্রিয়