Cvoice24.com

৮মে থেকে শুরু আরচ্যারী প্রশিক্ষণ কার্যক্রম

প্রকাশিত: ১৬:৪২, ৭ মে ২০১৮
৮মে থেকে শুরু আরচ্যারী প্রশিক্ষণ কার্যক্রম

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্ট এর আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের তীর আরচ্যারী প্রতিভা অন্বেষণ কর্মসূচি-২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ৮-১৭ মে’২০১৮ইং পর্যন্ত ১০ দিন ব্যাপি আরচ্যারী বাছাই/প্রশিক্ষণ কার্যক্রম চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

প্রশিক্ষণার্থীদের বয়স অনূর্ধ-১৬ হতে হবে। বয়স প্রমাণের জন্য জম্ম বিন্ধন সনদ এবং পিএসসি/জেএসসি/পাশের সনদের ফটোকপি অবশ্যই জমা দিতে হবে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহী অনূর্ধ-১৬ প্রশিক্ষণার্থীদের তালিকা শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে অধ্যক্ষ/প্রধান শিক্ষকের স্বাক্ষরে যোগাযোগের মোবাইল নম্বরসহ আগামীকাল ৮ মে মঙ্গলবার সকাল ৯ টার মধ্যে সিজেকেএস আরচ্যারী কমিটির সম্পাদক শাহবাজ মুনতাসির চৌধুরীর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে। -বিজ্ঞপ্তি

সিভয়েস/এইচআর/এমইউ

186

সর্বশেষ

পাঠকপ্রিয়