Cvoice24.com

চমেক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫২, ৩০ অক্টোবর ২০২১
চমেক ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিবদমান দুই গ্রুপের একপক্ষ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী এবং অন্যপক্ষ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, সংঘর্ষে আহত দুইজন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। তবে আহতদের নাম জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। তবে পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’ আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

-সিভয়েস/আইএইচ

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়