Cvoice24.com

চট্টগ্রামে বিশ্ব মাসিককালীন পরিচ্ছন্নতা দিবস পালিত

প্রকাশিত: ১৬:৪২, ২৯ মে ২০১৮
চট্টগ্রামে বিশ্ব মাসিককালীন পরিচ্ছন্নতা দিবস পালিত

চট্টগ্রামে ক্যাম্পেই রেড এর আয়োজনে পালিত হলো বিশ্ব মাসিককালীন পরিচ্ছন্নতা দিবস। এ উপলক্ষ্যে নগরীর জেলা শিল্পকলা একাডেমীেতে আয়োজন করা হয় এক আলোচনা অনুষ্ঠান। 

অনুষ্ঠানের শুভ সূচনা করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মহোদয় ডা: মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকি। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুরশিদুল আলম ক্যাম্পেইন রেড এর সকল বিষয়ে সম্যক ধারনা দেন এবং বিশ্ব মাসিককালীন পরিচ্ছন্নতা দিবস এর গুরুত্ব তুলে ধরেন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেনস চেম্বার অব কমার্স এর সহ সভাপতি ডা: মুনাল মাহবুব বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ জনাব আনোয়ারা বেগম, আল আমিন বাড়িয়া কামিল মডেল মাদ্রাসার প্রভাষক নাজমুল হাসান জুন্নুন, ইপ্সা'র কর্মকর্তা ফাহমিদা, দৈনিক আজাদী'র সিনিয়র রিপোর্টার রতন বড়ুয়া সহ সমাজের বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। অনুষ্ঠানে অতিথিগন দিবসটির প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন এবং ক্যাম্পেইন রেড এর ভূয়সী প্রশংসা করেন। 

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা: আজিজুর রহমান সিদ্দিকি বলেন, ক্যাম্পেইন রেড এর এই দিবস উদযাপনটি অতি বিরল। ক্যাম্পেইন রেড এর সকলের সাথে কাজ করতে পারলে আমি নিজেকে ভাগ্যবান মনে করবো। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ মহিলা সমিতি উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, আমাদের সামাজিক ও পারিবারিকভাবে সচেতন হতে হবে। সচেতনতা বিষয়টি কাজ করবে সেই মূল থেকেই। 

এছাড়াও তিনি তার বিদ্যালয়ে মাসিক পরিচ্ছন্নতা নিয়ে যে সকল ব্যবস্থা নেয়া হয়েছে তার বর্ণনা দেন। অনুষ্ঠানে নারীমঞ্চ নামক একটি ছোট সেশন পরিচালনা করেন ডা: মুনাল মাহবুব। তিনি বলেন,মেয়েরা মাসিককালীন নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে প্রায় প্রতিদিনই আমার কাছে আসে, ক্যাম্পেইন রেড এর এই আয়োজন পুরো বাংলাদেশে একটা ব্যতিক্রমী আয়োজন। তিনি অনুষ্ঠানে উপস্থিত ভলান্টিয়ারদের সাথে একটি সেশন পরিচালনা করেন।  পরে স্বপ্নছোঁয়া নাট্যদলের মাসিক সচেতনতা বিষয়ক একটি নাটিকা পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

সিভয়েস/এমইউ

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়