Cvoice24.com

পতেঙ্গায় ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, হামলার শিকার ৫ পর্যটক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৬, ৯ আগস্ট ২০২২
পতেঙ্গায় ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, হামলার শিকার ৫ পর্যটক

ছবি-সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় ঘুরতে গিয়ে বাকবিতণ্ডায় হামলার শিকার হয়েছেন পাঁচ পর্যটক। এ ঘটনায় তিনজনকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে ৩০ সদস্যের একটি দল ঘুরতে আসলে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, আখতারুজ্জামান বাবু, রিফাত পিয়াস, শাহাদাত হোসেন, মিহির হোসেন ও তানভীর হিরা।

জানা গেছে, নোয়াখালী থেকে ৩০ সদস্যের একটি পর্যটক দল আজ পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন। সেখানে তাদের দলের এক সদস্য ঘোড়ায় ওঠে। ঘোড়ায় ওঠার আগে ৫০ টাকা দরদাম করলেও পরে ঘোড়ার মালিক তার কাছ থেকে ১’শ টাকা দাবি করে। এ নিয়ে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে তা হাতাহাতিতে গড়ায়। এতে ৫ জন পর্যটক আহত হয়েছেন। 

ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার আপেল মাহমুদ সিভয়েসকে বলেন, ভাড়া নিয়ে পর্যটকদের সঙ্গে ঘোড়ার মালিকের বাকবিতণ্ডা হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে পাঁচ পর্যটক আহত হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের  পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়