Cvoice24.com

চট্টগ্রামে ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ১১ আগস্ট ২০২২
চট্টগ্রামে ব্যবসায়ীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার এয়ার মোহাম্মদ

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এয়ার মোহাম্মদ (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোরে বহদ্দারহাটের আরাকান সড়ক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এয়ার মোহাম্মদ আনোয়ারা থানার গহিরা গ্রামের আম পরানী বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।

এর আগে গতকাল (১০ আগস্ট) পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমান। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন সিভয়েসকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন ফেক আইডি থেকে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন এক যুবক। এ ঘটনায় গতকাল ওই ব্যবসায়ী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। আজ ভোরে বহদ্দারহাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়