Cvoice24.com

মুক্তিযোদ্ধা মীর হারুন অর রশিদের শোকসভা
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সর্বাগ্রে মুক্তিযোদ্ধার সন্তানরা’

প্রকাশিত: ০৯:৩০, ২ জুন ২০১৮
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সর্বাগ্রে মুক্তিযোদ্ধার সন্তানরা’

বীর মুক্তিযোদ্ধা মীর হারুন অর রশিদ ছিলেন একজন সৎ, সাহসী, নিষ্ঠাবান ও সাম্প্রদায়িক সম্প্রীতির মানুষ। তিনি সাহসিকতার সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সশস্ত্র যুদ্ধ পরিচালনা করেন। সমাজে অসাম্প্রদায়িক চেতনার প্রদীপ জ্বালাতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি বাতিঘর হিসেবে কাজ করে গেছেন। মুক্তিযোদ্ধাদের লালিত স্বপ্ন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে সর্বাগ্রে মুক্তিযোদ্ধার সন্তানরা কাজ করছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আয়োজিত মুক্তিযোদ্ধা মীর হারুন অর রশিদের শোক সভায় বক্তারা এসব কথা বলেন। গত ৩১মে বিকেল ৪টায় চান্দগাঁও খাজা রোড বাদামতলে সংগঠনের সদস্য সচিব কাজী মোহাম্মদ রাজিশ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি। সংগঠনের সিনিয়র সদস্য মো: সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক হাজী মোহাম্মদ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মো: কামরুল হুদা পাভেল। সভায় ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে প্রয়াত মীর হারুন অর রশিদের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, মীর হারুন অর রশিদ ছিলেন একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী সাহসী সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা। তিনি সমাজের প্রতিটি ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া রেখে গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব:) রফিকুল ইসলাম (বীর উত্তম)’র অধীন ৫নং গ্রুপে গ্রুপ কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন।

শোকসভা শুরুর আগে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ইয়াসিন খয়রাতি জামে মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আলমগীর। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের মহানগর কমিটির সদস্য এড. আলী হায়দার, মো: রাকিবুল ইসলাম, মো: জয়নুুদ্দীন জয়, আসহাব উদ্দীন তালুকদার, জামাল উদ্দীন, নাঈম উল ইসলাম খান, শহীদুল্লাহ কায়সার, মাহতাব রুমি, মো: তারেক, মো: নীরব, ইমরান, নোমান, মো: মুন্না, পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মরহুমের পুত্র মীর মোহাম্মদ কামরুল হাসান ও মীর মোহাম্মদ জিয়াউল হাসান প্রমুখ।

 

সিভয়েস ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়