Cvoice24.com

শিক্ষার্থীদের মারধর কাণ্ডে তদন্ত কমিটি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২২
শিক্ষার্থীদের মারধর কাণ্ডে তদন্ত কমিটি

এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ে কাবাডি দলের সঙ্গে ক্রীড়া শিক্ষিকা

চট্টগ্রামের এয়াকুব আলী দোভাষ বালিকা উচ্চ বিদ্যালয়ের কাবাডি দলের শিক্ষার্থীদের বকা, অপমান ও চুল ধরে টানাটানির প্রতিবাদে নিজের মাথার সব চুল কেটে ন্যাড়া হয়েছিলেন স্কুলেরই শরীরচর্চার শিক্ষিকা জাহিদা পারভীন। অভিযোগের তীর ওই স্কুলের প্রধান শিক্ষিকা নিপা চৌধুরীর দিকে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি করেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবু রায়হান দোলন। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনী।

তিনি সিভয়েসকে বলেন, ‘ঘটনাটি সরেজমিনে তদন্ত করার জন্য চট্টগ্রামের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।'

সর্বশেষ

পাঠকপ্রিয়