Cvoice24.com

চারদিন সাধারণ ছুটিসহ ১৪ দফা দাবি— পূজা উদযাপন পরিষদের 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২২
চারদিন সাধারণ ছুটিসহ ১৪ দফা দাবি— পূজা উদযাপন পরিষদের 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪ দিন সাধারণ ছুটিসহ ১৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর শাখা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে এই দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল।

এ সময় বিগত সময়ে বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলার ঘটনা উল্লেখ করে জড়িতদের মানবতাবিরোধী হিসেবে চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে হিল্লোল সেন উজ্জ্বল বলেন, ‘গত বছরের ১৫ অক্টোবর বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের প্রধান পূজামণ্ডপ জে. এম. সেন হলে হামলা হয়। তখন সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে প্রায় ৭৬ জনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে উচ্চ আদালত থেকে আসামিরা একে একে জামিনে বের হয়ে আসেন। তাই আমরা শঙ্কিত।’

হিল্লোল সেন বলেন, ‘বিগত দিনে সরকার ও রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন জানিয়েছিলাম যাতে সাম্প্রদায়িক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং তার আশু ব্যবস্থা গ্রহণের জন্য। তারপরও আমরা লক্ষ্য করছি দেশের কিছু কিছু স্থানে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী সনাতনী সম্প্রদায়ের উপর হামলা ও নির্যাতন চালিয়েছে। তাছাড়া বিভিন্ন স্থানে জবরদখল, মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুরের মত ন্যাক্কারজনক ঘটনা এখনো ঘটেই চলেছে।’ 

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে বাঙালির দুর্গোৎসবকে বিশ্বের সর্বোচ্চ সংস্থা ইউনেস্কো তাদের অধরা সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করে স্বীকৃতি প্রদান করেছে। এখন বাঙালির এই দুর্গোৎসব একটি আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে। এই বিশেষ স্বীকৃতির জন্য আমরা আনন্দিত।’

এ সময় সংগঠনের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য বলেন, ‘প্রতি বছরের মতো এবারও চট্টগ্রাম মহানগরীর জে. এম. সেন হল প্রাঙ্গণসহ ১৬টি থানায় প্রায় ২৮৩ টি পূজামণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। ১ অক্টোবর শুরু হয়ে দুর্গোৎসব উদযাপিত হবে ৫ দিন পর্যন্ত। বিগত বছরের অনাকাঙ্খিত ঘটনার কারণে সনাতনী সম্প্রদায়ের মঠ, মন্দির ও পরিবারের ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়। দ্রুত সংস্কার ও আইনে আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, অ্যাড. চন্দন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, সহ-সভাপতি প্রদীপ শীল, বিপ্লব চৌধুরী, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকসহ আরও অনেকে।

সর্বশেষ

পাঠকপ্রিয়