Cvoice24.com

সিআরবিতে বড় পর্দায় দেখা যাবে পলোগ্রাউন্ড সমাবেশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৪, ৪ ডিসেম্বর ২০২২
সিআরবিতে বড় পর্দায় দেখা যাবে পলোগ্রাউন্ড সমাবেশ

সিআরবিতে বড় পর্দায় দেখা যাবে পলোগ্রাউন্ড সমাবেশ

চট্টগ্রামে দীর্ঘ ১০ বছর পর নেত্রী আসাকে কেন্দ্র করে বিশাল সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ। তবে পুরো অনুষ্ঠান তদারকি করছে মহানগর আওয়ামীলীগ। এই সমাবেশে ১০ লাখ মানুষের সমাবেশ হবে-এমন টার্গেট আয়োজকদের। তাই পলোগ্রাউন্ড মাঠে মানুষ ধারণক্ষমতার বাইরে চলে গেলে সিআরবিতে বড় পর্দায় অনুষ্ঠান দেখার ব্যবস্থা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

রবিবার (৪ নভেম্বর) নগরের সিআরবি এলাকা ঘুরে দেখা গেছে, পলোগ্রাউন্ড মাঠের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরের সিআরবি এলাকায় জড়ো হতে শুরু করেছেন। মিছিল শেষে সেরে নিচ্ছেন নাস্তা আর দুপুরের খাবার। অনেকেই বিশ্রাম নিচ্ছেন শত বছরের পুরনো গাছতলায়। আবার সেখানেই চলছে চকলেট বিতরণ। এদিকে সিআরবির শিরিষতলায় বসানো হয়েছে বড় এক পর্দা। সেখানেই দেখা যাবে নেত্রীর ভাষণসহ পুরো অনুষ্ঠান। 

সিটি করপোরেশনের উদ্যোগে সিআরবিতে বড় পর্দা বসিয়েছে জায়ান্ট কনসেপ্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক মো. রহিম উল্ল্যাহ সিভয়েসকে বলেন, সিটি করপোরেশন উদ্যোগ নেয়ায় আমরা সিআরবি মাঠে বড় পর্দা বসানোর দায়িত্ব পাই। মনিটরটি লম্বায় ২০ ফুট ও দৈর্ঘ্যে ৮ ফুট। তবে আমরা কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করলে তখন আমরা সরাসরি দেখাবো। বিকাল ৩টার পর আমরা মনিটর চালু করব।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়