Cvoice24.com

ঢাকায় ঘন কুয়াশা, শারজাহ ফিরতি বিমান চট্টগ্রামে 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০১, ৩০ জানুয়ারি ২০২৩
ঢাকায় ঘন কুয়াশা, শারজাহ ফিরতি বিমান চট্টগ্রামে 

ঘন কুয়াশার কারণে রানওয়ে দেখতে না পেয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে বিমানটি চট্টগ্রামে অবতরণ করে।

সোমবার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার তাসলিম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ৯টার দিকে রানওয়ে দেখতে না পেয়ে শারজাহ থেকে আগত ফ্লাইট ঢাকার বদলে চট্টগ্রামে অবতরণ করে। তবে রানওয়ের ভিজিবিলিটি বাড়তে থাকায় ঢাকায় ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। ফ্লাইটটিও চলে গেছে। 

এদিকে মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট নামতে পারেনি। এর মধ্যে দুটি ফ্লাইট হচ্ছে ইউএস বাংলার, একটি কাতার এয়ারওয়েজের ও একটি এয়ার এশিয়ার। 

জানা গেছে, দীর্ঘক্ষণ ঢাকার আকাশে চক্কর খেয়ে কাতার এয়ারওয়েজের দোহা থেকে আগত ফ্লাইট কলকাতায় এবং এয়ার এশিয়ার মালয়েশিয়া থেকে আসা ফ্লাইটটি মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণ করে। তাছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দোহা থেকে আগত ফ্লাইট কলকাতায় ও শারজাহ থেকে আগত ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করে।

সর্বশেষ

পাঠকপ্রিয়