Cvoice24.com

চট্টগ্রামে আজ, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

সময় ঘন্টা মিনিট সেকেন্ড


দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সরফরাজ কারাগারে

প্রকাশিত: ১১:৪৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০
দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সরফরাজ কারাগারে

যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিনিয়র স্পেশাল মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে এ রায় দেন। 

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যন্ত্রপাতি কেনার নামে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। হাইকোর্ট থেকে ৬মাসের জামিনে ছিলেন তিনি। জামিন শেষে চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করলে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন । 

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৪ সালে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা যন্ত্রপাতি কেনার নামে অর্থ-আত্মসাতের অভিযোগে সাবেক সিভিল সার্জন ডা.সরফরাজ খান  
চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ডা. সরফরাজ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। মেয়াদ শেষে গত সপ্তাহে তিনি চট্টগ্রাম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন। শুনানী শেষে চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন ডা. সরফরাজ খান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে ২০১৯ সালের ২৫ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল হক বাদি হয়ে যন্ত্রপাতি কেনার নামে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২০১৪ সালে ৯ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৪২৫ টাকা আত্মসাতের অভিযোগ এনে ৭জনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় অন্যান্য আসামিরা হলেন, ডা. আবদুর রব, ডা. মঈন উদ্দিন মজুমদার, ডা. বিজন কুমার নাথ,  বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী জাহেদ উদ্দিন সরকার, মুনশি ফারুক হোসেন ও আফতাব আহমদকে।

সিভয়েস প্রতিবেদক

সর্বশেষ

পাঠকপ্রিয়