Cvoice24.com

৭৩৩ কেন্দ্রের ফল : নৌকা ৩৬৯২৪৮, ধানের শীষ ৫২৪৮৯

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১০, ২৭ জানুয়ারি ২০২১
৭৩৩ কেন্দ্রের ফল : নৌকা ৩৬৯২৪৮, ধানের শীষ ৫২৪৮৯

নির্বাচনী আপডেট

সংঘাত-সহিংসতা, উদ্বেগ-উৎকণ্ঠায় শেষ হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটের ফল এরই মধ্যে হাতে আসতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ৭৩৩ কেন্দ্রে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী। বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের চেয়ে তিনি বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

৭৩৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে রেজাউল করিম পেয়েছেন ৩৬৯২৪৮ ভোট। আর ধানের শীষ প্রতীকে ডা. শাহাদাত হোসেন পেয়েছেন মাত্র ৫২৪৮৯ ভোট।   

মেয়র পদে থাকা অন্য প্রার্থীদের মধ্যে মোমবাতি প্রতীক নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল মনজুর পেয়েছেন ৪ হাজার ৬৫৩ ভোট, হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৯৮০ ভোট, চেয়ার প্রতীক নিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ পেয়েছেন ১ হাজার ১০৯ ভোট ও হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে খোকন চৌধুরী পেয়েছেন ৮৮৫ ভোট।

নগরের ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। তবে শুরুতেই বিভিন্ন কেন্দ্রে ঘটে অপ্রীতিকর ঘটনা। ঝরেছে প্রাণও। সকালে তাই অনেক কেন্দ্রই ছিল ফাঁকা। দিন শেষে ভোটের হারেই উঠে এসেছে সার্বিক পরিস্থিতি।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়