Cvoice24.com

রাতের মধ্যেই অপসারণ হবে নির্বাচনী পোস্টার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ২৮ জানুয়ারি ২০২১
রাতের মধ্যেই অপসারণ হবে নির্বাচনী পোস্টার

রাতের মধ্যেই অপসারণ হবে নির্বাচনী পোস্টার।

পুরো নগরী ছেয়ে গেছে সদ্য সমাপ্ত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনী প্রার্থীদের পোস্টারে। নগরীর প্রায় সব এলাকাতেই এলোপাথাড়িভাবে ঝুলছে এসব ব্যানার পোস্টার। এসব ব্যানার ও পোস্টার অপসারণে মাঠে নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সীমিত জনবল নিয়ে নগরী পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি এসব পোস্টার অপসারণে হিমশিম খেতে হচ্ছে সংস্থাটির। তবে রাতের মধ্যেই নির্বাচনী পোস্টার অপসারণের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। এতে প্রায় ১০ লাখ পোস্টার অপসারিত হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, নগরীর সৌন্দর্য ফেরাতে নির্বাচনী ব্যানার এবং পোস্টার অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাটির পরিচ্ছন্নতা বিভাগকে। এজন্য প্রতিটি ওয়ার্ডে মাঠে নেমেছে পরিছন্নতা বিভাগের ১০ থেকে ১২ জন কর্মী। নির্দেশনা দেওয়া হয়েছে ‘বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতের মধ্যেই অপসারণ করতে হবে এসব পোস্টার।’

নগরী ঘুরে দেখা গেছে, চট্টগ্রামের অলি-গলি থেকে শুরু করে ফুটওভার ব্রিজ, বিদ্যুতের খুঁটি, বাসা-বাড়ির দেয়ালসহ সবখানেই রয়ে গেছে পোস্টার আর ব্যানার। 

নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, ‘এলাকার প্রায় সবগুলো অলিগলিতে নির্বাচনী পোস্টার-ব্যানার রয়ে গেছে। অনেক জায়গায় এসব পোস্টার ছিঁড়ে গিয়ে রাস্তায় আর্বজনা সৃষ্টি করছে।’

এদিকে সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, দ্রুত এসব পোস্টার অপসারণ করে শহরের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ শুরু হয়ে গেছে। নগরীর মূল সড়কগুলোতে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতের মধ্যেই সরিয়ে ফেলা হবে এসব পোস্টার।পরে এগুলো বর্জ্য হিসেবে ডাম্পিং করা হবে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর কাজীর দেউড়ি মোড়ে দেখা গেছে, বাঁশের সাহায্যে অপসারণ করা হচ্ছে উঁচুতে ঝুলানো পোস্টারগুলো। পরিচ্ছন্ন কর্মী ফারুখ বলেন, ‘মূল সড়কে দ্রুত গতির যানবাহন চলাচলের পথে এসব পোস্টার সরাতে একটু অসুবিধা হচ্ছে।’ 

উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদুল আলম সিভয়েসকে বলেন, ‘রাতের মধ্যেই নির্বাচনী পোস্টার অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব অপসারণে মাঠে নেমেছে আমাদের কর্মীরা।’ এসব নির্বাচনী পোস্টার অপসারণে কত সময় লাগতে পারে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যে সব পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশনা দিয়েছি। যদি অলিগলিতে কিছু থেকে যায় তাহলে সেগুলো শুক্রবারের (২৯ জানুয়ারি) মধ্যে অপসারণ করা হবে।’

-সিভয়েস/এপি/এমএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়