Cvoice24.com

বেবি লোশনের মেয়াদ নেই, ভোক্তার জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪২, ৪ মার্চ ২০২১
বেবি লোশনের মেয়াদ নেই, ভোক্তার জরিমানা

নগরে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) যৌত অভিযান

নগরের ওয়াসা মোড়ের মুনতাসির টাওয়ারের ‘বেবি টাওয়ার’ নামের একটি প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ বেবি লোশন। তার পাশের এলাকা কাজীর দেউড়ির সিজেকেএস মার্কেটের কুপার্সে (গুইবারা বেকারি) ‘ফিট ফুড হানি রোস্টেড অ্যালমন্ড উইথ সিডস’র নেই পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ। যৌথ অভিযানে এই দু’টি প্রতিষ্ঠানকে  ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম ও মো. জিল্লুর রহমান এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ‘অ্যাভেনো বেবি লোশন’ বিক্রির জন্য রাখায় ‘বেবি টাউনকে’ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ‘ফিট ফুড হানি রোস্টেড অ্যালমন্ড উইথ সিডস’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআইয়ের সহকারী পরিচালক মো. মোস্তাক আহমদ  জানান, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই চট্টগ্রামের যৌথ উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়