Cvoice24.com

প্রেস-রিলিজ
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মমতা’র ভাষণ প্রতিযোগিতা

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ৭ মার্চ ২০২১
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মমতা’র ভাষণ প্রতিযোগিতা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মমতা’র ভাষণ প্রতিযোগিতা

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বরিবার মমতা স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে শিক্ষাথীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন মমতার সহকারী পরিচালক, মমতা স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, মমতা কালচারাল ইনস্টিটিউট এর সমন্বয়কারীসহ উক্ত শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। 

অপরদিকে একই দিনে মমতা’র প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে কৈশোর কর্মসূচির আওতায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত উক্ত কর্মসূচির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। 

এসময় বাঙ্গালী জাতির ইতিহাসে ও স্বাধীনতার ইতিহাসে ৭ মার্চের ভাষণের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, জেষ্ঠ্য পরিচালক স্বপ্না তালুকদারসহ অন্যান্যরা। 

৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা উদ্বোধনকালে মমতা’র উপ-প্রধান নির্বাহী মো. ফারুক বলেন, ‌‘তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ আমাদের স্বাধীনতা ও মুক্তির পথকে ত্বরান্বিত করেছে। তাই ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অমূল্য দলিল হিসেবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে।’ -প্রেসবিজ্ঞপ্তি

সর্বশেষ

পাঠকপ্রিয়