Cvoice24.com

টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের পুরস্কার বিতরণ

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৫, ৭ মার্চ ২০২১
টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের পুরস্কার বিতরণ

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতরাতে চট্টগ্রাম প্রেস ক্লাবে জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ক্যারাম, দাবা লুডু এই ৩ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে দাবা এককে আলী আকবর ,ক্যারাম এককে চ্যাম্পিয়ন হয় সেলিম উল্লাহ। একই ইভেন্টে দ্বৈতভাবে চ্যাম্পিয়ন হয় সেলিম উল্ল্যাহ ও পারভেজুর রহমান। আর লুডু এককে চ্যাম্পিয়ন নাজিম উদ্দিন।   

এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপঙ্কর দাশ বাবু'র সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন তোতা, সাধারণ সম্পাদিকা লতিফা আনসারি রুনা, টিসিজএ’র সহ-সভাপতি আলী আকবর।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে খেলাধুলা হচ্ছে একটি বড় ধরনের সংবাদ যৌগ। সাংবাদিকদের কাজের পাশাপাশি খেলাধুলা বিনোদনেরও প্রয়োজন রয়েছে। এতে মন ও শরীর প্রফুল্ল থাকে। করোনা এই সময় শরীর সুস্থ রাখতে খেলাধুলা করা দরকার। সেদিকেও খেয়াল রাখতে হবে। সাংবাদিকরা নিজের জীবন বাজি রেখে মানুষকে তথ্য দিয়ে যাচ্ছেন করোনার  দুঃসময়ে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সচিত্র তুলে ধরছেন সংবাদ কর্মীরা।  সাংবাদিকরা শত ব্যস্ততার মাঝেও মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করায় ধন্যবাদ জানান প্রধান অতিথি ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক এমরাউল কায়েস মিটু,  অর্থ সম্পাদক মো. আলমগীর, প্রচার সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম,  নির্বাহী সদস্য অমিত দাশ, নুর হাসিব ইফরাজ, সাইমুল আল মুরাদ সদস্য, সিনিয়র সদস্য নাছিরুল আলম, সুমন গোস্বামী, সনজীব দে, আবু জাহেদ, বাবুন পাল, হাসান উল্ল্যাহ, শীতল মল্লিক, সৈয়দ আসাদুজ্জামান লিমন, সেলিম উল্ল্যাহ, আজিজুল কদির, আহাদুল ইসলাম বাবু,  জহিরুল ইসলাম, মো. নাজিম উদ্দীন, রনি গোমেজ, আরশাদ আলী, নাজিম উদ্দিন, নুর জামাল আতিক, তারা চরণ দাশ গুপ্ত টিপু, মোহাম্মদ মনসুর, ইমন, রিটন মজুদার প্রমুখ।

মুজিব শতবর্ষ ক্রীড়া প্রতিযোগীতায় ক্যারম,দাবা, লুডুসহ ৫টি  ইভেন্টে টিসিজেএ ৪৪ জন সদস্য অংশ নেয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়