Cvoice24.com

বায়েজিদে ছাত্রলীগের বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:১১, ৭ মার্চ ২০২১
বায়েজিদে ছাত্রলীগের বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত

নিহত ইমন।

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানা এলাকায় ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপের বিরোধের জেরে ছুরিকাঘাতে ইমন (২০) নামে একজন নিহত হয়েছে। 

রবিবার (৭ মার্চ) রাত দশটার দিকে আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনি চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 

নিহত ইমন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী সাবেক ছাত্রলীগ নেতা সোহেলর ওরফে পিস্তল সোহেলের কর্মী হিসেবে পরিচিত। তিনি সম্প্রতি ঘোষিত বায়েজিদ থানা ছাত্রলীগের পাল্টা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। 

সিভয়েসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহ আলম। 

পুলিশ জানায়, পূর্ব থেকে ছাত্রলীগের পিস্তল সোহেলের গ্রুপের সাথে আলির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ ছিল। তারই জের ধরে রাত দশটার দিকে আরেফিনগর মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় আলী গ্রুপের ছেলেরা ছুরিকাঘাত করা করে ওই এলাকার বাসিন্দা নুর কাশেমের ছেলে ছাত্রলীগের ইমনকে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এসি শাহ আলম বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কী কারণে এ হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

 

সর্বশেষ

পাঠকপ্রিয়