Cvoice24.com

আমাদের স্বপ্ন উন্নত বাংলাদেশের : সিএমপি কমিশনার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ৭ মার্চ ২০২১
আমাদের স্বপ্ন উন্নত বাংলাদেশের : সিএমপি কমিশনার

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিএমপি’র আনন্দ উদযাপন

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, মার্চ মাস আবেগের মাস। এই মাসে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। আমাদের একটি স্বপ্ন আছে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের। এই উন্নত বাংলাদেশের জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে।

ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে পূর্ণ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে একযোগে আনন্দ উদযাপন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬টি থানা।

এ উপলক্ষে আজ রবিবার (৭ মার্চ) সিএমপি’র পাঁচলাইশ থানার উদ্যোগে নগরের দি কিং অব চিটাগাং-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে ও ঐতিহাসিক ৭ মার্চের ৫০ বছর পূর্তিতে বাংলাদেশের অর্থনৈতিক এই সুবিশাল অর্জনের কথা উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ‘২০০৯ সালে সারা বিশ্বে একটি অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমাদের জিডিপির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই করোনাকালীন সময়ে পৃথিবীতে যে চারটি দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ তার মধ্যে একটি। ইনশাআল্লাহ, যদি স্থিতিশীলতা বজায় থাকে, তাহলে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকবে।’ 

তিনি আরও বলেন, ‘মার্চ মাস আবেগের মাস। এই মাসে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। আমাদের একটি স্বপ্ন আছে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশের। এই উন্নত বাংলাদেশের জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে।’ 

সিএমপি কমিশনার বলেন, ‘আমাদের রয়েছে অত্যন্ত গর্ব করার মত সংস্কৃতি, ভাষা, সাহিত্য, কৃষি, সর্বোপরি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। এর সাথে যুক্ত হয়েছে অর্থনৈতিক সামর্থ্য। আমরা স্বপ্ন দেখি, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ বিশ্বের বুকে উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।’

এসময় নারী পুরুষ নির্বিশেষে সকলের অংশগ্রহণে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সিএমপি কমিশনার।

সর্বশেষ

পাঠকপ্রিয়