Cvoice24.com

এক মাঘে শীত যায় না—চট্টগ্রামে হেফাজত

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ২৭ মার্চ ২০২১
এক মাঘে শীত যায় না—চট্টগ্রামে হেফাজত

চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ

হাটহাজারীতে হেফাজত-পুলিশ সংঘর্ষে হতাহতের ঘটনায় নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বিক্ষোভ করেছে হেফাজতের নেতা-কর্মীরা।

শনিবার (২৭ মার্চ) দুপুর দেড়টায় এ বিক্ষোভ সমাবেশ হয়। 

বিক্ষোভ সমাবেশে  ভারতের হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদি এদেশে আসায় তীব্র সমালোচনা করে সরকার ও প্রশাসনকে হুঁশিয়ার করে বক্তব্য রাখেন। তারা বলেন, এক মাঘে শীত যায় না। এদেশে হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না।  

সমাবেশে বক্তারা আরও বলেন,  '২২ ঘন্টা পেরিয়ে গেলেও আমরা এখনো লাশ পাই নি।  ময়নাতদন্তের নামে ষড়যন্ত্র চলছে। আমরা সুষ্ঠু ময়নাতদন্ত আশা করছি।'

সেই সাথে রোববার (২৮ মার্চ) সকাল-সন্ধ্যা হরতাল পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

পরে নগরের জমিতুল ফালাহ মসজিদ থেকে শুরু করে নগরের ওয়াসা মোড় হয়ে আলমাস সিনেমা হল প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, হেফাজতে ইসলাম নেতা মির্জা ইয়াছিন, মহানগর নেতা ইউছুফ বিন ইয়াকুব, মাওলানা শামীম, কেন্দ্রীয় কমিটির সদস্য সায়েম উল্লাহ, আলী উসমান, কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর ও মহানগর সেক্রেটারি লোকমান হাকিম।

সর্বশেষ

পাঠকপ্রিয়