Cvoice24.com

সওজের কোয়ার্টারে আগুন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ৮ এপ্রিল ২০২১
সওজের কোয়ার্টারে আগুন

ফাইল ছবি

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের প্ল্যানিং কোয়ার্টার হিসেবে ব্যবহৃত ৭টি রুম আগুনে পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আজ (বৃহস্পতিবার) ভোর ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় এক ঘন্টার চেষ্টায় ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডের ফলে কোনো প্রাণহানীর ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। 

-সিভয়েস/এপি

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়