Cvoice24.com

ভ্যাকসিন নিতে ভিড়-মারামারি, পুলিশের দ্বারস্থ চসিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ১৯ এপ্রিল ২০২১
ভ্যাকসিন নিতে ভিড়-মারামারি, পুলিশের দ্বারস্থ চসিক

ছবি : প্রতীকী

মাথার উপরে ঠাঁই দাঁড়িয়ে আছে বৈশাখের কড়া রোদের সূর্যটা। দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) জেনারেল হাসপাতালে টিকা প্রার্থীদের দীর্ঘ দু’টি লাইন। এদের মধ্যে পুরুষদের লাইনটি এসে ঠেকেছে হাসপাতাল থেকে নিউ মার্কেট জিপিও মোড় পর্যন্ত। আর মহিলাদের লাইন গিয়েছে পাশের মোড়ের কালী বাড়ি মন্দিরের দিকে।

রবিবার (১৮ এপ্রিল) লাইনের প্রায় শেষে দাঁড়িয়ে ছিল ফিশারিঘাটের বাসিন্দা তপন চৌধুরী। মাঝখান থেকে অন্য লোক এসে ঢুকে পড়তেই শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে তা রূপ নেয় হাতাহাতিতে। শেষমেষ পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ডেকে আনে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশই সমস্যার সমাধান করে দেয়। 

চসিক সংশ্লিষ্টরা বলছেন, শুধু রবিবারই নয়। এরকম ঘটনা অহরহ ঘটছে। ভ্যাকসিন দিতে এসে হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়ছেন অনেকেই। বিশৃঙ্খলা এড়াতে শনি ও রবিবার পরপর দুই দফা পুলিশ ডাকতে বাধ্য হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে ভ্যাকসিন কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তারা বলছেন, ভ্যাকসিন শেষ এমন উড়ো খবরে ভিড় বাড়ছে। সাথে আগেভাগে ভ্যাকসিন পেতে মরিয়া হয়ে উঠেছে অনেকেই। তাছাড়া ম্যাসেজ না পেয়েও অনেকে ভ্যাকসিন সেন্টারে এসে ভ্যাকসিন দিতে অনুরোধ করছেন। এতে ভ্যাকসিন না পেয়ে অনেকেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। 

এ প্রসঙ্গে সিএমপির কোতোয়ালী জোনের এসি নোবেল চাকমা সিভয়েসকে বলেন, ‘ভ্যাকসিন নিতে মানুষের ভিড় হলে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ যাওয়ার পর তাদের লাইন ধরিয়ে দিলে আর সমস্যা হয়নি। এটা তেমন বড় কোনো ঘটনা না।’

চসিক করোনা ভ্যাকসিন প্রদান কমিটির সদস্য সচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সিভয়েসকে বলেন, ‘আমরা দেখছি ভ্যাকসিনের জন্য এসে অধৈর্য্য হয়ে মানুষ মারমুখী আচরণ করছে। এজন্য গতকাল ও গত পরশু চসিকের জেনারেল হাসপাতালে পুলিশ পাঠাতে হয়েছে।’ ভ্যাকসিন দিতে এসে সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি সিভয়েসকে বলেন, ‘সবাইকে অনুরোধ করবো ভ্যাকসিন নিতে এলে সবাই যেন ধৈর্য্যশীল আচরণ করে। যেন মাস্ক পরে এবং একজন-অন্যজনকে সহায়তা করেন।’

ডা. সেলিম আকতার চৌধুরী সিভয়েকে বলেন, ‘আমাদের পর্যাপ্ত ভ্যাকসিন আছে। এক্টিভিশন (ম্যাসেজ) এলে সবাইকে ভ্যাকসিন দিচ্ছি। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। ধৈর্য সহাকরে সেগুলো অনুসরণ করতে হবে। আর ভ্যাকসিন দেওয়ার পর অবশ্যই সবাইকে বাসায় থাকতে হবে। নিয়ম মেনে চলতে হবে।’

-সিভয়েস/এপি

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়