Cvoice24.com
corona-awareness

আজিম গ্রুপের বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ৪ 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:১০, ১১ মে ২০২১
আজিম গ্রুপের বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ৪ 

দুর্ঘটনায় আহত এক নারী

নগরের চান্দগাঁও থানাধীন ৫নং মোহরার কামাল বাজারে আজিম গ্রুপের শ্রমিকবাহী বাসের ধাক্কায় মমতাজ বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৪ নারী আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।  

মোহরার কামাল বাজারের কর্ণফুলী টাওয়ারের সামনে মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মমতাজ বেগম চান্দঁগাও থানার মোহরা রেললাইনের উত্তর পাশের ৮নং রোডের শাহ আলমের স্ত্রী। এ দুর্ঘটনায় আহত চার নারী হলেন- হাফিজা (২২), ইসমত আরা বৃষ্টি (২৫), তানিয়া আক্তার (২৪), কুলসুমা বেগম (২২)। তাদেরকে চমেক হাসপাতালের ২৬নং, ২৭নং ও ২৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া। তিনি বলেন, ‘সকালে আজিম গ্রুপের একটি মিনিবাসের ধাক্কায় আহত ৫ নারীকে চমেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমতাজ বেগমকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি চার আহত নারীকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’ 

এদিকে চান্দগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান সিভয়েসকে বলেন, ‘সকালে মোহরার কামাল বাজারের কর্ণফুলী টাওয়ারের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। এতে একজনের মৃত্যু ছাড়াও চার নারী আহত হয়েছেন। ইতোমধ্যে চালকসহ বাসটি আটক করা হয়েছে। এ ছাড়া একটি মামলারও প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়