Cvoice24.com
corona-awareness

চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দোকানদারের মৃত্যু 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ১১ মে ২০২১
চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দোকানদারের মৃত্যু 

নিহত রনি দে

নগরের চকবাজার থানাধীন ফুলতলায় বিদ্যুৎস্পৃষ্টে রনি দে (৪০) নামে এক দোকানদারের মৃত্যু হয়েছে। 

ফুলতলায় নিজ বাড়ির ছাদে গেলে মঙ্গলবার (১১ মে) সকাল ১০টায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে এ দুর্ঘটনা ঘটে। রনি দে চকবাজার থানার ফুলতলা সানোয়ার বিল্ডিংয়ের বাবুল দের ছেলে। 

নিহতের ভাই গোবিন্দ দে সিভয়েসকে বলেন, ‘আমাদের দোকান ও বাসা একই ভবনে। সকালে দাদা ছাদে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে গিয়ে অজ্ঞান হয়ে যান।’

এ বিষয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া সিভয়েসকে বলেন, ‘চকবাজার থেকে আনা বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে জরুরি বিভাগে আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।’

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়