Cvoice24.com

বাবুলের নির্যাতনে আত্মহত্যা করতে চেয়েছিলেন মিতু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৪, ১৩ মে ২০২১
বাবুলের নির্যাতনে আত্মহত্যা করতে চেয়েছিলেন মিতু

বাবুল আক্তারের সঙ্গে গায়েত্রী সিংহের পরকীয়ার জেরে মিতু অন্তত চারবার আত্মহত্যা করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন তার মা সাহেদা মোশাররফ। বুধবার রাতে একটি টিভি টকশোতে যুক্ত হয়ে তিনি বলেন, ‘বাবুল আক্তার মিতুকে শারীরিক মানসিক নির্যাতন করতেন। সে নির্যাতন সহ্য করতে না পেরে একবার গাড়ির নিচে পড়তে গেছিল। একবার গলায় ফাঁস দিতে চাইছিল। একবার সিঁড়িতেই সারা রাত কাটিয়েছে। আরেকবার তাদের ভবনের দশ তলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল।’

এসব ঘটনা বাবুলের মা-বাবা জানতেন দাবি করে মিতুর মা বলেন, ‘এসব কাহিনী বাবুলের মা-বাপ জানতেন। তাদেরকে বলা হলেও তারা ছেলের পক্ষ নিয়ে বলতো, আপনার মেয়ে অশিক্ষিত। আমার ছেলের সাথে মানায় না। তাকে আপনার নিয়ে যান। আমরা তাকে আরেকটি বিয়ে করাব। তাদের সংসার টিকাতে অভিভাবকের ভূমিকা নেয়ার আহ্বান করলেও তারা সব সময় মিতুর বিপক্ষে অবস্থান নিতো।’

তিনি আরও বলেন, ‘কক্সবাজারে গায়েত্রীর সাথে যে বাবুল আক্তারের সম্পর্ক ছিল তা মিতু আমাকে সব বলেছে। খুনের দুই মাস আগে কক্সবাজারের একটি হোটেলে মিতু, দুই সন্তান ও গায়েত্রী দুই রুমে ছিল। একটি রুমে রাত তিনটা পর্যন্ত গায়েত্রী ও বাবুল কম্পিউটারে কাজ করছিল। তখন মিতু তাকে জিজ্ঞেস করলে বলেছে তার বিদেশ যাওয়ার বিষয়ে কম্পিউটারে কাগজপত্র ঠিক করছে। এমন সময় ছোট মেয়ে টাপুর কান্না করে উঠলে মিতু তাকে নিয়ে রুমে বাইরে হাঁটতে যায়। এর কিছুক্ষণ পর রুমে ঢুকে গায়ত্রী ও বাবুলের সঙ্গে যে অবস্থায় দেখতে পেয়েছি তা বলার যোগ্য না। খুব খারাপ অবস্থায় ছিল তারা দু’জন।’ 

মিতুর মা আরও বলেন, ‘এটা দেখে মিতু কাঁদতে কাঁদতে আমাকে ফোন করে। আমি তাকে বলেছিলাম, তুমি আমাদের কাছে চলে আসো। তবে মিতু বলে, সে সংসার ছেড়ে চলে আসলে তার দুটা সন্তান আছে, তারা মনে করবে আম্মা খারাপ আর আব্বু ভালো। সন্তানের মুখের দিকে তাকিয়ে সে সংসারটা করতে চেয়েছিল। মূলত গায়েত্রীর সঙ্গে বাবুলের প্রেমের কারণেই মিতুকে খুন করেছে। বাবুলকে গায়েত্রী যে ২৯টি এসএমএস দিয়েছে তার সবটি মিতু আমাকে লিখে দিয়েছিল। এসব ঘটনা আমরা শুরু থেকেই ডিবির তদন্ত কর্মকর্তাকে দিয়েছি, তাকে সব কাহিনী জানিয়েছি। গায়েত্রীর ছবি, এসএমএস সব দিছি। এরপরও কেন মামলাটি এগুলো না আমরা জানি না।’

সর্বশেষ

পাঠকপ্রিয়