Cvoice24.com

ঈদ মোবারক!

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ১৩ মে ২০২১
ঈদ মোবারক!

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওযায় আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর। এ আনন্দক্ষণ মূহুর্তে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা! ঈদ মোবারক! 

ঈদ মানে আনন্দ। সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে রয়েছে অপার আনন্দ। তবে এবারে ঈদ উদযাপন হবে বিশেষ এক পরিস্থিতিতে মহামারিকে সঙ্গী করে। করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব আজ বিপর্যস্ত, বাংলাদেশও এর বাইরে নয়। করোনা মহামারি আমাদের ঈদ আনন্দকে অনেকটা ম্লান করে দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে জনগণকে যার যার স্থানে থেকে ঈদ উদযাপন করতে বলা হয়েছে। বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার গণপরিবহণ ব্যবস্থা। কিন্তু তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে নানাভাবে বাড়ি গেছেন বিপুলসংখ্যক মানুষ। এর ফলে গ্রামে করোনা সংক্রমণের আশঙ্কা বেড়েছে।

ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ঈদের আগের এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা আত্মাকে পরিশুদ্ধ করি। অপরের দুঃখ-কষ্ট বুঝতে সচেষ্ট হই। রোজার প্রধান লক্ষ্য ত্যাগ ও সংযম। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ত্যাগের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে পারলে তা হবে সবার জন্য কল্যাণকর।

কিন্তু আনন্দ উদযাপনের যে ঈদ আমরা পালন করতে যাচ্ছি তাতে বাধ সাধলো করোনা নামক এক ভয়াবহ অদৃশ্য ভাইরাস। তাই সরকারি বিধি নিষেধ না মেনেও যারা নিজ গ্রামে ঈদ উদযাপনে বাড়ি ফিরেছেন তাদের থাকতে হবে বেশ সতর্ক। মেনে চলতে হবে সামাজিক দূরত্বের নির্দেশনা। এছাড়া দেশের সর্বত্র ঈদের জামাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে অনেক সমস্যা আছে, আছে অনেক জটিলতা। তা সত্ত্বেও বিভিন্ন জাতীয় উৎসবে শ্রেণি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ শরিক হন। যার যার সামর্থ্য অনুযায়ী প্রিয়জনকে নতুন পোশাক ও উপহারসামগ্রী কিনে দেন। যারা সারা বছর জীর্ণ পোশাকে থাকেন, তারাও ঈদের দিনে সন্তানদের গায়ে নতুন পোশাক পরাতে চান।

কিন্তু করোনার কারণে এসব থেকে বঞ্চিত থাকবেন অনেকেই। অথচ ঈদের আনন্দ কেবল একা ভোগ করার নয়, গরিব-দুঃখী মানুষকে সাথে শামিল করতে হয়। এটিও ইসলামের শিক্ষা। ঈদের নামাজ আদায়ের আগেই ফিতরা দেওয়ার নিয়ম। ফিতরার উদ্দেশ্য দারিদ্র্যের কারণে যাতে কেউ আনন্দ থেকে বঞ্চিত না হয়, তার নিশ্চয়তা বিধান করা। 

সবাইকে ঈদের শুভেচ্ছা।

সর্বশেষ

পাঠকপ্রিয়