Cvoice24.com

দ্রুত মিতু হত্যা মামলার তদন্ত শেষ করতে চায় পিবিআই 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ১৩ মে ২০২১
দ্রুত মিতু হত্যা মামলার তদন্ত শেষ করতে চায় পিবিআই 

পাঁচ বছর ধরে মিতু হত্যাকাণ্ডের মূলহোতা কে তা শনাক্ত করতে না পারলেও হঠাৎ করেই বাদি থেকে আসামি হয়ে দেশজুড়ে আলোচনায় বাবুল আক্তার। হঠাৎ কি এমন ঘটলো মামলার তদন্ত ইউটার্ন করলো? এমন প্রশ্নের উত্তর দিয়ে পিবিআই প্রধান বনজ কুমার বলেছেন, তারা মামলার তদন্তে একটি জাগায় পৌঁছাতে পেরেছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই তদন্তকাজ শেষ করবেন। 

বুধবার এক টিভি টকশোতে সংযুক্ত হয় বনজ কুমার একথা জানান। তিনি বলেন, ‘আসলে এই পর্যন্ত এসে মামলাটি আর বিলম্বিত করার মানে হয় না। আমরা চাইবো দ্রুত সময়ের মধ্যেই চার্জশীট দিতে। যেমন আমরা চাইলেও সব সময় ঠিক মত হয় না। বুধবার মামলার প্রধান আসামি বাবুল আক্তার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হলেও আগ মুহূর্তে গিয়ে তা করলেন না। ফলে মামলাটি আরও পাঁচ দিন বিলম্ব হলো। তাকে পাঁচ দিনের রিমান্ডে আনতে হলো। আর কজন আসামি বাইরে আছে, তাদেরও ধরতে হবে। কিছু কাগজপত্র জোগাড় করা বাকি, তা করে দ্রুত সময়ের মধ্যে মামলার চার্জশীট দেওয়া হবে। সময় নির্ধারণ করে বলতে না পারলেও দ্রুত সময়ের মধ্যে এ মামলার তদন্ত নিষ্পত্তি করা হবে।’

হঠাৎ মামলার অগ্রগতি সম্পর্কে বলতে গিয়ে পিবিআই প্রধান বলেন, ‘গত বছর মিতু হত্যা মামলার তদন্তভার আদালতের নির্দেশে আমরা পেলেও কোভিড পরিস্থতির কারণে কাজ করতে পারিনি। তবে এ মামলা নিয়ে মূলত কাজ শুরু হয় ডিসেম্বর থেকে, যখন মহামান্য হাইকোর্ট মামলার আইওর কাছে বারবার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাচ্ছেন তখনই আমরা ভেতরে ঢুকার চেষ্টা করি।’

বনজ কুমার মজুমদার বলেন, ‘আমাদের কাছে পুরনো মামলার পাশাপাশি একের পর এক নতুন মামলা আসে। সেকারণে পুরনো মামলাগুলোর তদন্তে ভাটা পড়ে সেটা ঠিক। মিতু হত্যা মামলার তদন্তে গতি আসে মূলত পাঁচ বছর ধরে একজন কারাবন্দী আছেন। তার জামিন শুনানিতে মহামান্য হাইকোর্ট মামলার আইওর কাছে বারবার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাচ্ছেন তখনই আমরা ভেতরে ঢুকার চেষ্টা করি। আসলে মামলা ডিটেক্ট হয় ব্যক্তি বিশেষের ইন্টারেস্ট, কর্তৃপক্ষের ইন্টারেস্ট ও সিনিয়র কর্মকর্তাদের ইন্টারেস্টের ওপর।নতুন নতুন মামলার চাপে আমাদের পুরনো মামলাগুলোর তদন্তে ভাটা পড়ে। তবে আদালতের ইন্টারেস্টের কারণে আমরা গত চার মাসে মিতু হত্যা মামলায় সময় দিয়েছি এবং তা বের করে এনেছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়