Cvoice24.com

মোহরায় বসতঘরের মেঝে ফেটে বের হচ্ছে গ্যাস, ৯৯৯-এ ফোনেও মিলেনি সমাধান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৯, ৯ জুন ২০২১

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরায় একটি বসতঘরে মেঝের মাটি ফেটে বুদবুদ করে তীব্রবেগে গ্যাস বের হচ্ছে। বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও মিলেনি সমাধান। 

আতঙ্কের রাত জাগার পর এখনও অসহায় অবস্থায় ঘরের বাইরে দিন কাটাচ্ছেন ওই পরিবারের সদস্যরা। গ্যাস বের হওয়ার খবরে উৎসুক জনতার ভীড়ের পাশাপাশি এলাকাবাসীর মধ্যেও বিরাজ করছে আতঙ্ক। 

মঙ্গলবার রাত ১১টা থেকে মোহরা ৫ নম্বর ওয়ার্ডের উত্তর মোহরা কালন সওদাগরের বাড়ির তসলিমদের ঘরের মাটি ফেটে বের হচ্ছে এ গ্যাস। 

তসলিম উদ্দীন সিভয়েসকে বলেন, ‘ঘরের মধ্যে একটি মোটর বসিয়েছিলাম। পরে অবশ্য সেটি খুলে নেওয়া হয়। কাল রাতে হঠাৎ করে পানির সঙ্গে প্রচণ্ড স্প্রিডে বুদবুদ করে বের হচ্ছে গ্যাস। বিষয়টি জানিয়ে ৯৯৯-এ ফোন করলে চান্দগাঁও থানা পুলিশ এসে দেখে কোনো সমাধান না দিয়েই চলে যায়। পরে কর্ণফুলী গ্যাসের হট লাইনে ফোন দিলে তারা বলেছে, এই এলাকায় তাদের গ্যাস লাইন না থাকায় কিছু-ই করতে পারবে না। ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা বলছে, আগুন না লাগলে তারাও কিছু করতে পারবে না!’

তসলিম আরও বলেন, ‘আমরা সারা রাত জেগে ছিলাম। এরকম পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে। এসব দেখার জন্য কি কেউ নেই?’

সর্বশেষ

পাঠকপ্রিয়