Cvoice24.com
corona-awareness

নোঙর করা জাহাজটি চোখের সামনেই তলিয়ে গেল কর্ণফুলীর জলে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ৯ জুন ২০২১
নোঙর করা জাহাজটি চোখের সামনেই তলিয়ে গেল কর্ণফুলীর জলে

নগরের কর্ণফুলী নদীর শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে। আজ বুধবার (৯ জুন) ভোরে নোঙ্গর থাকা অবস্থায় জাহাজটি ডুবে যায়।  

ডুবে যাওয়া জাহাজটি ক্রিস্টাল গ্রুপের। তবে নোঙ্গর থাকা অবস্থায় জাহাজটি কীভাবে ডুবে যায় তার কারণ এখনও জানা যায়নি।  

নাবিকেরা অবশ্য বলছেন, রাতে জাহাজের তলাফেটে অথবা বুস দিয়ে পানি লিক করে পানি ঢুকে যেতে পারে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।  

সদরঘাট নৌ-থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান সিভয়েসকে বলেন, ‘এটি স্টিল বডির ফিশিং জাহাজ ছিল। জাহাজটিতে ছিল দুজন লোক। জাহাজ ডোবার আগেই তাদের উদ্ধার করা হয়।’ 

তিনি বলেন, ‘বর্তমানে আমাদের টহল পুলিশ ওই স্থানে আছে। পুরো ঘটনা এখনও জানা যায়নি। তবে এতে কোনো মালামাল ছিল না। সমুদ্রে মৎস্য আহরণও এখন নিষিদ্ধ, যার কারণে জাহাজটি নোঙর অবস্থায় ছিল।’

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়