Cvoice24.com

বায়েজিদে-ফৌজদারহাট লিংক রোডে একদিনে ৩৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১৭:২৭, ১৪ জুন ২০২১
বায়েজিদে-ফৌজদারহাট লিংক রোডে একদিনে ৩৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বায়েজিদে-ফৌজদারহাট লিংক রোডে একদিনে ৩৭০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নগরের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড়ের নিচে অবৈধভাবে গড়ে ওঠা ৩৭০টি স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (১৪ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের ৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে, লিংক রোডের নগর অংশ, হাটহাজারী অংশ এবং সীতাকুণ্ড অংশে পৃথক তিনটি দলে ভাগ হয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে বায়েজিদ লিংক রোডের হাটহাজারী অংশে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ ও পতেঙ্গার সহকারী কমিশনার (ভূমি) এহসান মুরাদ ১৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

এছাড়া সীতাকুণ্ড অংশে সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

অন্যদিকে লিংক রোডের মহানগর অংশে অভিযান পরিচালনা করেন  চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ অনীক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইনামুল হাসান। অভিযানে তারা ১১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়