Cvoice24.com
corona-awareness

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৫, ২১ জুন ২০২১
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

নগরের পাহাড়তলী গ্রীন ভিউ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. আরমান (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুন) সকালে পৌনে ৯টায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত আরমান কোন ঠিকানা এখন পর্যন্ত জানা যায় নি।  

চমেক  হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া সিভয়েসকে  বলেন, নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় কাজ করার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় ওই শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়