Cvoice24.com

নগরজুড়ে ২১ ম্যাজিস্ট্রেটের অভিযান, ৮৬ হাজার টাকা জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ২৭ জুলাই ২০২১
নগরজুড়ে ২১ ম্যাজিস্ট্রেটের অভিযান, ৮৬ হাজার টাকা জরিমানা

কঠোর লকডাউন মানাতে নগরজুড়ে চষে বেড়াচ্ছেন জেলা প্রশাসন, বিআরটিএ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট। লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতন করছেন সাধারণ মানুষকে। 

মঙ্গলবার (২৭ জুলাই) লকডাউনের পঞ্চম দিনে দোকানপাট-শপিংমল খোলা রাখা, অপ্রয়োজনে রাস্তায় ঘুরাফেরা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় বের হাওয়াসহ বিভিন্ন অপরাধে ২১৬ মামলায় ৮৬ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন তারা।
 

চকবাজার, বাকলিয়া, কর্ণফুলী, আকবরশাহ, বায়েজিদ, হালিশহর, পাহাড়তলী, খুলশী, চান্দগাঁও, পাঁচলাইশ, বন্দর, পতেঙ্গা, ইপিজেড, নতুন ব্রিজ, মইজ্জারটেক ও লালখান বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

চকবাজার, বাকলিয়া ও কর্ণফুলী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত, মুহাম্মদ ইনামুল হাছান ও আশরাফুল হাসান। এসময় তারা ৫০ মামলায় ২১ হাজার টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী ও মো. মাসুদ রানা নগরের আকবরশাহ, বায়েজিদ, হালিশহর ও পাহাড়তলি এলাকায় অভিযান পরিচালনা করে ২২ মামলায় ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন। 

এদিকে নগরের খুলশী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ মামলায় সাড়ে ১৪ হাজার  টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ, আব্দুল্লাহ আল মামুন, খিন ওয়ানু ও সোনিয়া হক। 

তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস নগরের বন্দর, পতেঙ্গা ও ইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ৯ মামলায় সাড়ে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

অন্যদিকে নগরের নতুন ব্রিজ, মইজ্জারটেক এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ মামলায় ৪ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাস ও শাহারিয়ার মুক্তার। 

তাছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরের বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, পাঁচলাইশ, হালিশহর, পাহাড়তলী ও লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে ২১ মামলায় ৪ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করেন। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


            

সর্বশেষ

পাঠকপ্রিয়