Cvoice24.com

৫শ’ মানুষের ঠাঁই চার আশ্রয়কেন্দ্রে, ঝুঁকিপূর্ণ ৩০ বসতি উচ্ছেদ  

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩, ২৯ জুলাই ২০২১
৫শ’ মানুষের ঠাঁই চার আশ্রয়কেন্দ্রে, ঝুঁকিপূর্ণ ৩০ বসতি উচ্ছেদ  

নগরের বাটালিহিল, মতিঝর্ণা, আকবরশাহ, হিল-১, হিল-২, লিংক রোড পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ ৩০টি ঘর উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন পাহাড়ে অভিযান চালান জেলা প্রশাসনের ছয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উমর ফারুক সিভয়েসকে বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত ১৩০টি পরিবারের প্রায় ৫০০ জন মানুষকে নগরের চারটি আশ্রয়কেন্দ্রে (আল হেরা মাদ্রাসা, রউফাবাদ রশিদিয়া মাদ্রাসা, ফিরোজ শাহ প্রাথমিক বিদ্যালয় ও লালখান বাজার প্রাথমিক বিদ্যালয়) সরিয়ে নেয়া হয়েছে। তাদের সকলের জন্য দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ৩০টি ঝুঁকিপূর্ণ ঘর উচ্ছেদ করা হয়েছে। আজ দুটি পাহাড় ধসের ঘটনায় জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জেলা প্রশাসনের ছয় কর্মকর্তা মাঠে রয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়