Cvoice24.com

দুদকের জেরার মুখে পাসপোর্ট অফিস চট্টগ্রামের পরিচালক 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ২২:৩৯, ৮ সেপ্টেম্বর ২০২১
দুদকের জেরার মুখে পাসপোর্ট অফিস চট্টগ্রামের পরিচালক 

ঘুষ নেওয়া এবং অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা কমিশনের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক আবু বকর সিদ্দিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক। 

দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তা আবু সাঈদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি সম্পদ বিবরণী জমা দিয়েছেন। এসব বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রতিবেদনের ওপর ভিত্তি করে কমিশন পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

জিজ্ঞাসাবাদ শেষে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আবু সাঈদ সাংবাদিকদের বলেন, ‘এখানে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই যে কী ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়েছে। আসলে আমার বিরুদ্ধে অনিয়মের সরাসরি কোনো অভিযোগ নেই। এ ধরনের অভিযোগের আসলে কোনো ভিত্তি নেই। দুদক মনে করেছে আমাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ জন্য আমি এসেছি।’

সর্বশেষ

পাঠকপ্রিয়