Cvoice24.com

ডবলমুরিংয়ে ইয়াবাসহ সুদীপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১২, ১৪ সেপ্টেম্বর ২০২১
ডবলমুরিংয়ে ইয়াবাসহ সুদীপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে ইয়াবাসহ সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তার হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার আরও দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার দিবাগত রাতে দেওয়ানহাট এলাকার নজির আহমেদ সওদাগরের বাড়ির ছাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ’ ৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কুমিল্লার তিতাস থানার দক্ষিণ বলরাম পুরের মোসলেম উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৩৩), দেওয়ানহাট এলাকার নজির আহমদ সওদাগর বাড়ির মো. সোলায়মানের ছেলে মোহাম্মদ ফারুক (৩২) ও একই এলাকার মোহাম্মদ ইসলাম বাবুলের ছেলে রেদওয়ান ইসলাম তানভির (৩২)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, দেওয়ান হাট এলাকার নজির আহমেদ সওদাগরের বাড়ির ৩য় তলার ছাদের কয়েকজন যুবক ইয়াবা সেবন ও বিক্রির উদ্দেশে জড়ো হওয়ার খবর পাই। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ মোক্তারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোক্তার মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলার আসামি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আজ (মঙ্গলবার) আদালতে পাঠানো হয়েছে।

-সিভয়েস/আইএইচ/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়