Cvoice24.com

পরীর পাহাড় সংরক্ষণে এবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কমিটি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৪, ২১ সেপ্টেম্বর ২০২১
পরীর পাহাড় সংরক্ষণে এবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কমিটি

পরীর পাহাড়কে (কোর্ট বিল্ডিং) সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার নিমিত্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।  

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর উপ-পরিচালক মো. আমিরুজ্জামানকে আহ্বায়ক, আঞ্চলিক পরিচালক এ কে এম সাইফুর রহমানকে সদস্য  এবং সহকারী স্থপতি খন্দকার মাহফুজ আলম সদস্য সচিব করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম জেলার পরীর পাহাড় সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার নিমিত্তে গেজেটভুক্ত করণের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে আগামী শনিবার (২৫ সেপ্টেম্বর) পরীর পাহাড় সরজমিনে পরিদর্শন করে মতামত প্রদানের জন্য নিম্নবর্ণিত ৩ জন কর্মকর্তা নিয়ে একটি কমিটি গঠন করা হলো।  

সর্বশেষ

পাঠকপ্রিয়